সম্প্রতি অভিযোগ উঠেছে, অভিনেতা নিরব হোসেনের নাম ও ছবি জুড়ে দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নিচ্ছে একদল প্রতারক। যা নিয়ে খুব বিরক্ত নায়ক। তার অভিযোগ- অনেকেই তার নাম ও ছবি জুড়ে দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। বিষয়টি তাকে হরহামেশাই বিব্রতকর অবস্থায় ফেলছে।
এ নিয়ে গত সোমবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক পাতায় তার নামে করা একটি অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট দেন নিরব।
ক্যাপশনে লেখেন,
Good Morning
Md Nirob (media kick nirob)
বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমার মতো দেখতে কিন্তু আমি নই। আমার ছবি ও নাম দিয়ে আইডি ব্যবহার করলেই তো আর আমি হয়ে যাবো না।’ নিরবের অভিযোগ- অনেক ছেলেরাই তার নাম ও ছবি দিয়ে আইডি খুলে মেয়েদের পটিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ধরনের কার্যকলাপ থেকে ওইসব লোকদের বিরত থাকা ও হাতিয়ে নেয়া টাকা ফেরত দেয়ার অনুরোধ জানান নিরব।