এই প্রথম ওয়েব ফিল্মে কাজ করবেন তিন্নি আক্তার জেরিন

0
828

 আহমেদ সাব্বির রোমিও : এই প্রথম ওয়েব ফিল্ম কাজ করবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী  তিন্নি আক্তার জেরিন।  তার বিপরীতে কাজ করবেন আব্দুন নূর সজল। এটি মুক্তি পাবে আগামী কোরবানি ঈদ এ। সম্প্রতি এই ওয়েব ফিল্ম এর শুটিং  পরিচালক সূত্রে জানা যাই। এই ওয়েব ফিল্মটির নাম `হি  ‘।

আই থিয়েটারের প্রযোজনায় এটি   পরিচালনা করছেন আব্দুল্লাহ আল ফাহিম ।  অভিনয় করেন,আব্দুন নূর সজল, রাশেদ মামুন অপু ও তিন্নি আক্তার জেরিন। পরিচালক আব্দুল্লাহ আল ফাহিম জানান, আমি এই কাজটি নিয়ে বিশেষ কিছু বলবো না ,যা বলার আপনারা বলবেন। আপনারা ভালো বললে আমাদের সার্থকতা হবে। অভিনেত্রী  তিন্নি আক্তার জেরিন জানান , এই প্রথম আমি কোনো ওয়েব ফিল্ম এ কাজ করবো। তাই আমার একটা আগ্রহ বেশি।

আমি সবার কাছে দোয়া চাই যাতে করে আমি ভালোভাবে কাজটি করতে পারি। আর আমার যারা ভক্ত আছে তারা অবশ্যই  কাজটি আগামী কোরবানি ঈদ এ দেখবেন। আমার এই কাজটি আপনাদের  ভালো লাগলে আমার কাজের আগ্রহ আরো বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here