বিদায় বললেন জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি

0
1160

নিউজ ডেস্ক:- বাংলা গানের জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি কোনো ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত না থাকায় বিরক্ত। ব্যক্তিগত বিষয়গুলো পাবলিক হওয়া ছাড়াও মানুষের আজেবাজে কমেন্ট তো রয়েছেই, যা মানসিকভাবে বিব্রত করছে তাকে। আর এ সবের জন্যই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বিদায় জানালেন ন্যান্সি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এ কণ্ঠশিল্পী।

হুট করে ফেসবুকের উপর বিরক্ত কেন এমন প্রশ্নে ন্যানসি বলেন, ‘ফেসবুকে আমার অসংখ্য ফেইক আইডি রয়েছে। যেগুলোর জন্য বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। দেখা যায় অনেকে সেই ফেইক আইডির সঙ্গে চ্যাট করে। দেখা হলে বলে, আমাকে চেনেন না আপা আমি ফেসবুকে আপনার সঙ্গে চ্যাট করি। বিষয়গুলো বেশ বিব্রত করে আমাকে।’

কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘ফেসবুকটা আমরা মিস ইউজ করি। ফেসবুকে অ্যাকাউন্টের পাশাপাশি আমার একটা পেজও ছিল। সবাই যেন বুঝে পেজটা আমার আসল। এই জন্য প্রতি সপ্তাহে এতে লাইভেও আসতাম। পরে দেখা যায় লাইভের সেই ভিডিওগুলো নিয়ে অন্যরা এডিট করে নেতিবাচকভাবে উপস্থাপন করে ইউটিউবে আপলোড করে দেয়। এগুলো এখন আর দেখতে ভালো লাগে না। তার উপর আবার নিজের আইডিতে পারিবারিক কিছু ছবি আপলোড করে সেগুলো পাবলিক না করে শুধু ফেন্ডস মুড করে আপলোড করলেও সেগুলো কে বা কারা ছড়িয়ে দিচ্ছে।’

জনপ্রিয় এই কন্ঠশিল্পী আরও বলেন, ‘ঘরোয়া ড্রেসের সেই ছবিগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ না করেই নিউজ করে দিচ্ছেন অনেকে। যে ছবিগুলো ফ্রেন্ডদের বাইরে কেউ দেখুক সেটা আমি চাচ্ছি না। কিন্তু প্রকাশ করে দিচ্ছে। এই সব থেকে বাঁচতেই ফেসবুককে বিদায় জানালাম। এখন থেকে ফেসবুকে আমার কোন অ্যাকাউন্ট থাকবে না। যেগুলো পাবেন সেগুলোর সব ফেইক। আশা করি আমার শ্রোতারা বিষয়টি বুঝতে পারবেন।’

ফেইক অ্যাকাউন্ট থেকে সবাইকে সাবধান থাকতে আহ্বান জানান ন্যানসি। গান ও পরিবারকে সময় দেওয়াটাই এখন তার জন্য উত্তম বলে বলে মনে করেন তিনি। পাশাপাশি সন্তানদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দেওয়াটাও এখন সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান এই শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here