বলিউড মডেল ও অভিনেত্রী লিসা হেডেন। মা হয়েছেন অনেকদিন হলো। এক সন্তানের মা হওয়া স্বত্বেও একের পর এক ফটোশুট করে যাচ্ছেন লিসা। এবার সাহসী ফটোশুট করে খবরের শিরোনামে এলেন। সম্প্রতি বলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার ডাব্বু রত্নানির সঙ্গে একটি ফটোশুট করেন লিসা। ছবিটি ডাব্বু রত্নানি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যাচ্ছে, লিসা হাসিমুখে একটি কমোডের উপরে বসে রয়েছেন। নিজের নগ্ন শরীর বড় একটি বই দিয়ে ঢেকে রেখেছেন আর তার প্যান্ট পায়ের নীচে ভাঁজ করা।
এদিকে ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনের নিন্দার মুখে পড়তে হয় লিসা ও ডাব্বু দু’জনকেই। কেউ কমেন্ট করেন, ‘শুধু এটাই দেখা বাকি ছিল।’ একজন কমেন্ট করেন, ‘ফটোগ্রাফির নামে কলঙ্ক।’ তবে নিন্দুকদের কথায় কান দেননি লিসা এবং ডাব্বু দুজনেই।