অকালে ঝরে যাওয়া ফারহানা পারভীনের ‘শিরোনামহীন কবিতা’

0
1949
ছবিতে- অকাল প্রয়াত ফারহানা পারভীন

জামশেদ শামীম:- ফারহানা পারভীন। অকাল প্রয়াত একজন প্রতিভাবান কবি। লেখাপড়া ঢাকায়। প্রবাসে কাটিয়েছেন জীবনের কিছুটা সময়- সেখানে তিনি একজন সুপরিচিত বিউটি শিয়ান ছিলেন। ক্যাপ্টেন শাহ্‌ আলমকে বিয়ে করে বাংলাদেশে ফিরে আসেন। এই প্রয়াত কবি তার কবিতায় রেখে গেছেন স্বামীর প্রতি ভীষণ ভালবাসার ছাপ। কবির মৃত্যুর পর কবির স্বামী ক্যাপ্টেন শাহ আলম নিজেই খুঁজে খুঁজে একেকটি কবিতা প্রকাশকের কাছে পৌছে দেন এবং স্ত্রীর প্রতি অগাধ ভালবাসার যথেষ্ট প্রমাণ নিতি দিয়েছেন। কবির জন্ম ২৮ নভেম্বর ১৯৭৭ মুন্সিগঞ্জ। মৃত্যু ১৫ জুলাই ২০১৮। শখের বশে কবিতা লেখা। সংগ্রহ করা ছিল ডাইরীতে আর কিছু ফেসবুক এ তার নিজস্ব একই নামের শিরোনামহীন কবিতা পেজ এ। তার স্মৃতি বেঁচে থাকুক সবার মাঝে তার কথার মাধ্যমে সেটাই চাওয়া।

ছবি- অকাল প্রয়াত ফারহানা পারভীনের প্রকাশিত কাব্যগ্রন্থ

বইটি প্রকাশ সম্পর্কে উদয়ন রাজীব বলেন, সহজ সরল ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা মনের ভাব এবং তার প্রকাশ ঘটেছে কবি ফারহানা পারভীনের কবিতায়। বিরহের তুমুল যাপন, অভিমানের স্বচ্ছ ভাষায় লেখা কথাগুলো একান্ত কোনো অস্তিত্বের প্রতি অর্ঘ্যয়মান। সহজ শব্দে লেখা তার প্রতিটি কবিতাই কোথাও একটা দোলা দিয়ে যায়, হয়তো অনেক আগের হাতেখড়ি, পুরোনো মহা সড়ক, পুরোনো গাছ পুরোনো নদী আর তার স্রােত। ছন্দে লেখা অধিকাংশ কবিতাই পড়তে পড়তে হঠাৎ মনে হয়, এগুলো নিজের। একান্তই নিজের। তার কবিতায় ভণিতা নেই। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সোজা সাপ্টা বাক্যে বাক্যে প্রতিটি কথাই সত্যের মত পরিণত এবং সজীব লাগে।

বইটি প্রকাশিত হয়েছে আড্ডা প্রকাশ থেকে পরিবেশনায় মেঘ প্রকাশ বইমেলা ২০১৯ এ স্টল নং ২৭৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here