অনুষ্ঠিত হয়ে গেল ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’

0
1307

এস.এ.এম সুমন: বরাবরের মতো এবারও দীর্ঘ তিন বছর পর একসাথে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ) আয়োজিত ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ এর আসর।গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর,শাহবাগের প্রধান মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম।গতানুগতিক বারের মতো এবারও চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য, ফ্যাশন এবং মঞ্চ ব্যক্তিত্বদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ ও লাবন্য।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি মন্ত্রণালয়েয় মাননীয় প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এম.পি, ড. কুতুব উদ্দিন চৌধুরী,এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব মোঃ আওরঙ্গজেব সিদ্দিকী নান্নু,সাধারণ সম্পাদক,রাজউক কর্মকর্তা-কর্মচারী সমিতি লিমিটেড। সভাপতিত্ব করেন ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ)’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজাউল করিম রেজা।

ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব রেজাউল করিম রেজা।

ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ) আয়োজিত ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তিন তারকাকে সোহেল রানা(চলচ্চিত্র), লাকী ইনাম (টেলিভিশন), দীলরুবা খান (সংগীত)। ২০১৬ সালের টেলিভিশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চু, শ্রেষ্ঠ অভিনেত্রী শাহানাজ খুশি, শ্রেষ্ঠ পরিচালক সকাল আহমেদ, শ্রেষ্ঠ নাট্যকার বৃন্দাবন দাস, শ্রেষ্ঠ উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী নাবিলা, শ্রেষ্ঠ পরিচালক এস.এ.হক অলিক, শ্রেষ্ঠ চলচ্চিত্র বেপরোয়া (নিবেন সুকান্ত কাশারী সুমন, প্রযোজক), সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক এফ এ সুমন, শ্রেষ্ঠ গায়িকা দিনাত জাহান মুন্নি, শ্রেষ্ঠ গীতিকবি দেলোয়ার আরজুদা টিপু, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইবরার টিপু, নৃত্য বিভাগ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরুষ লিখন রায়, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী নারী নাদিয়া আহমেদ, শ্রেষ্ঠ নৃত্যপরিচালক সোহেল রহমান।

২০১৭ সালের টেলিভিশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা আহসান হাবীব নাসিন, শ্রেষ্ঠ অভিনেত্রী এ্যানি খান, শ্রেষ্ঠ পরিচালক মাসুদ সেজান, শ্রেষ্ঠ নাট্যকার মাসুম শাহরিয়ার, শ্রেষ্ঠ উপস্থাপাক আনজাম মাসুদ, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা সাইমন সাদিক, শ্রেষ্ঠ অভিনেত্রী পপি, শ্রেষ্ঠ পরিচালক বদিউল আলম খোকন, সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক সুজন আরিফ, শ্রেষ্ঠ গায়িকা সিঁথি সাহা, শ্রেষ্ঠ গীতিকবি নিহার আহমেদ, শ্রেষ্ঠ সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ, নৃত্য বিভাগ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরুষ আবু নাঈম, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী নারী চাদঁনী, শ্রেষ্ঠ নৃত্যপরিচালক অনন্যা ওয়াফি রহমান।

পুরস্কার গ্রহন করছেন আরজে সাইমুর রহমান

২০১৮ সালের টেলিভিশন বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা তাহসান, শ্রেষ্ঠ অভিনেত্রী মম, শ্রেষ্ঠ পরিচালক সাগর জাহান, শ্রেষ্ঠ নাট্যকার সাগর জাহান, শ্রেষ্ঠ উপস্থাপাক আনজাম মাসুদ, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা বাপ্পি চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী অধরা জাহান, শ্রেষ্ঠ পরিচালক ইস্পাহানি আরিফ জাহান, সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক মো: কামরুজ্জামান রাব্বি, শ্রেষ্ঠ গায়িকা আঁখি আলমগীর, শ্রেষ্ঠ গীতিকবি জাহিদ আকবর, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা, নৃত্য বিভাগ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরুষ মেহরাজ হক তুষার, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী নারী মীম চৌধুরী, শ্রেষ্ঠ নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, শ্রেষ্ঠ নবাগত উপস্থাপক লাবণ্য এবং ওয়েলকাম ব্যাক অ্যাওয়ার্ড সংগীত শিল্পী আরফিন রুমি।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা,স্বদেশ টিভি,স্বদেশ নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশের আলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here