আয়েশা খন্দকার ইশা সিডনি প্রতিনিধি অস্টেলিয়া:-
দীর্ঘ ৯ বছর পর অস্ট্রেলিয়ায় গান করতে আসছেন ন্যানসি। ২০০৯ সালে প্রথম অস্ট্রেলিয়াতে গান করতে এসেছিলেন তিনি। চলতি মাসে এনটিভির আয়োজনে ‘বাংলাদেশ ফেস্টিভাল’ নামের একটি অনুষ্ঠানে গাইবেন ন্যানিস। এ ছাড়া অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের আয়োজনে আরো দুটি অনুষ্ঠানে গাইবেন। তিনটি অনুষ্ঠানেই ন্যানিসর সঙ্গে গাইবেন আগুন।
ন্যানিস বলেন, ‘শোগুলো হবে সিডনি, ক্যানবেরা ও গোল্ডকোস্টে। পূর্বের শো গুলোতে একাই গান করেছি। এবার আগুন ভাই থাকায় ভালো হয়েছে। একক গানের পাশাপাশি দ্বৈত গানও পরিবেশন করতে পারব। নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও শোনাব। আশা করি প্রবাসী বাংলাদেশিরা শোগুলো এনজয় করবেন।’