আনন্দ বিনোদন ডেস্ক ঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন নাটকের পাশাপাশি ছবিতেও নিয়মিত অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় গত বছর শামীম আহমেদ রনি পরিচালিত ‘আগস্ট ১৯৭৫’ নামের একটি ছবিতে অভিনয় করেন। ছবিতে আগুন মুক্তিযোদ্ধা ও কে ফোর্সের প্রধান প্রয়াত মেজর জেনারেল খালেদ মোশাররফের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ছবিটির মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেতা। এ প্রসঙ্গে আগুন বলেন, ‘খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তার চরিত্রে অভিনয় করা অবশ্যই সম্মানের একটি বিষয়। পুরোপুরি না হলেও তার চরিত্রটি ধারণ করার চেষ্টা করেছি। আশা করছি ছবিটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে গানে সব সময়ের মতোই সক্রিয় এ কণ্ঠশিল্পী। প্রায় প্রতি মাসেই একটি করে নতুন গান প্রকাশ করছেন আগুন। দীর্ঘদিন পর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের প্রযোজনায় নতুন একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। আগামী ঈদের আগেই এ গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।