বিনোদন ডেস্ক: আন্ডারওয়ার্ল্ড এর ডন আসিফ। স্বার্থের প্রয়োজনে যেকোন কাজ করতে পারেন তিনি। কর্পোরেট অফিসের সিইও এর ভাইকে অপহরন করে নানানভাবে ব্ল্যাকমেইল করতে থাকেন আসিফ। এ্যাকশন থ্রিলার ঘরানো ওয়েব সিরিজ ‘ইয়েস ম্যাডাম’ এর গল্পটি গড়ে উঠেছে একটি কর্পোরেট অফিসকে কেন্দ্র করে। গল্পটিতে আরো দেখা যাবে অফিসে কর্মরত সকলের ব্যক্তিগত পারিবারিক জীবনের চিত্র।
ওয়েব সিরিজ ‘ইয়েস ম্যাডাম’ এ আসিফ চরিত্রে কাজ করেছেন নবাগত নোমান রহমান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লিজা খানম, এস কে তৃষা, ফারজানা মিনিয়া, ইয়াসিন মির্জা, রাকিব, রোজলিন প্রমুখ।
সম্প্রতি নির্মাতা সজিব চিশতির রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ইয়েস ম্যাডাম’। ওয়েব সিরিজটির ভিডিওচিত্র ধারন করেছেন শায়ান তানজিল এবং প্রযোজনা করছেন লয়েল ভিশন এন্টারটেইনমেন্ট। এ বিষয়ে সজিব চিশতি বলেন, গল্পটি আবর্তিত হয়েছে অফিসিয়াল নানান ঘটনাকে কেন্দ্র করে। ওয়েব সিরিজের চিত্রায়ন সম্পন্ন হলে অনলাইন প্ল্যাটফর্মে সকলের জন্য উন্মুক্ত করা হবে।