এক রাতের বউ হয়ে সুমনা সোমা

0
1502

নিউজ ডেস্ক:- এক রাতের বউ হয়ে ফিরলেন সুমনা সোমা। হুমায়ূন আহমেদের ‌‘নন্দিত নরকের’ মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে জায়গা করে নেয় সোমা। এছাড়াও সাড়া জাগানো অসংখ্য টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই মাপের আলোচনায় আর নিজেকে আনতে পারেননি এই অভিনেত্রী।

তবে তিনি ফিরছেন ব্যতিক্রমী একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নিয়ে। এখানে ভিন্ন রকম একটি চরিত্রে দেখা গেছে তাকে। কলকাতার রণজিৎ চক্রবর্তী রচিত ‘এক রাতের বউ’ নামের শর্ট ফিল্ম ‘এক রাতের বউ’-এ একজন স্মাগলারের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন সুমনা সোমা। স্বামীর পরকীয়াসহ শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হন তিনি। এরমধ্যেই গ্রেপ্তার হন ব্যবসায়ী স্বামী।

এমদাদুল হক খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন নায়ক সাইফ খান। এছাড়াও অভিনয় করেছেন, স্নেহা, রুদ্র মিজান ও শরীফ সাব্বির।

সোমা বলেন, ‌‘এটি ভিন্ন ধরনের কাজ। একজন চোরাচালান কারবারির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আর সংসারে নানা নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সমাজের নানান ঘটনা রয়েছে এর কাহিনিতে।’

স্বল্পদৈর্ঘ্যটি চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেল এবিসিবাংলা টিভি’তে মুক্তি পেয়েছে।