এন্ড্রু কিশোর এর ‘আছি বেঁচে’

0
1136

 ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। এক সময় নতুন চলচ্চিত্র মানেই এন্ড্রু কিশোরের নতুন গান। পাশাপাশি অডিও অ্যালাবাম প্রকাশ করেছেন নিয়মিত।কিন্তু এখন আর গানে আগের মতো দেখা যায়না কিংবদন্তি এ গায়ককে।

দীর্ঘ দিনি অনলাইন প্লাটফর্মে গান নিয়ে ফিরছেন এন্ড্রু কিশোর। আগামী ২৭ সেপ্টেম্বর সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে তার গাওয়া নতুন গান ‘আছি বেঁচে’। গীতিকার রুবাইয়াৎ জাহানে কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ জসিম। নতুন গান প্রকাশ নিয়ে এন্ড্রু কিশোর বলেন,’ এখন তো গান প্রকাশের প্লাটফর্ম পরিবর্তন হয়েছে। আগের মতো আমিও আর নতুন গান প্রকাশ করছিনা। অনেক দিন পর নতুন গান প্রকাশ করছি। এ গান ছাড়াও হক ভাইয়ের (সৈয়দ শামসুল হক) লেখা কয়েকটি গান প্রকাশিত হচ্ছে। সবগুলো গানই কথা নির্ভর। আমি যে ধারার গান করি গানগুলোর সুরও সেই ধাচের। আশা করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’