নিজস্ব প্রতিবেদক: এবার মিউজিক ভিডিওতে মডেল হলেন চলচ্চিত্র অভিনেতা সৌরভ ফারসী। আসছে ঈদে ‘তেরে লিয়ে’ শিরোনামের হিন্দি গানটি ফিরোজ সরকারের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সৌরভ ফারসী, মিলন ও প্রিয়াংকা। গানটির গীতিকার ও সুরকার মোহাম্মাদ ইমান উদ্দিন এবং শিল্পী ছিলেন হিরু ফকির।
মিউজিক ভিডিওটি নিয়ে সৌরভ ফারসী বলেন, মিউজিক ভিডিওটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। গানের কথা গুলো অনেক সুন্দর। আশা করছি সবাই গানটি শুনবেন।
ঈদুল ফিতরে ইউটিউব চ্যানেল ‘ইলোভা মিউজিকের’ ব্যানারে ‘তেরে লিয়ে’ মিউজিক ভিডিওটি প্রচার করা হবে।
সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা সৌরভ ফারসী একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ক্রাশ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘ক্রাশ’ সিনেমাটি পরিচালনা করেছেন পলাশ খান। ঈদের পরে চলচ্চিত্রটির বাকি অংশের কাজ শুরু হবে।