ক্রীড়াবিদের বায়োপিকে ক্যাটরিনা

0
1328
ক্রীড়াবিদ পিটি ঊষা, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

নিউজ ডেস্ক: ক্রীড়াবিদ পিটি ঊষাকে নিয়ে তৈরি হবে বায়োপিক। এই সিনেমায় মূল ভূমিকাতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন রেবতী এস ভার্মা।

ভারতের গণমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে ক্রীড়াবিদ পিটি ঊষার বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ক্যাটরিনা এখনো নিশ্চিত করে কিছু জানান নি। চলচ্চিত্র পরিচালক রেবতী এস ভার্মা এই সিনেমার নির্দেশনা করবেন। বলিউডে ‘আপ কে লিয়ে হাম’‌ সিনেমার পরিচালনা করেছিলেন রেবতী এবং বেশ কিছু তামিল এবং মালয়ালম চলচ্চিত্রেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

‘‌পিটি ঊষা’‌ সিনেমাটি বেশ কয়েকটি ভাষায় তৈরি হতে চলেছে। তবে কয়েক বছর আগে এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। অভিনেত্রী সেই সময় উমঙ্গ কুমার পরিচালিত আরেকটি স্পোর্টস বায়োপিক ‘‌মেরি কমে’‌র কাজটি বেছে নেওয়ার জন্য এই সিনেমায় না বলেছিলেন।

জানা গেছে, চলচ্চিত্রের পরিচালক বিশেষভাবে এই কাজ নিয়ে ক্যাটরিনার সঙ্গে কথা বলার জন্য সাক্ষাৎ করেন।

সূত্রের খবর, রেবতী বেঙ্গালুরু থেকে ক্যাটরিনার সঙ্গে দেখা করার জন্য কয়েক সপ্তাহ আগেই সোজা মুম্বাইতে চলে আসেন। ক্যাটরিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে এবং সম্ভবত সিনেমায় অভিনয়ের জন্য রাজি হবেন তিনি। নিজের অভিনয়ের জীবনে এটিই হবে তার প্রথম বায়োপিক।

উল্লেখ্য, পিটি ঊষা ছিলেন একসময়ের দক্ষিণ এশিয়ার সেরা মহিলা অ্যাথলেট। ঊষা ছিলেন মূলত স্প্রিন্টার। কিন্তু ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন হার্ডলসেও। এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২০টিরও বেশি পদক জিতেছেন এই ভারতীয় প্রমীলা অ্যাথলেট।