গুড গভর্নেন্স ফোরামের আয়োজনে “রাষ্ট্র সংস্কারে সকলের একাক্যতা ও অংশগ্রহণ শীর্ষক” গোলটেবিল বৈঠক

0
101

কিশোর ডি কস্তা :

আজ বুধবার (১১সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় মহাখালী ডিওএইচএস , এসকেএস টাওয়ার আমানা ফুড ভ্যালিতে গুড গভর্নেন্স ফোরামের আয়োজনে “রাষ্ট্র সংস্কারে সকলের একাক্যতা ও অংশগ্রহণ শীর্ষক” গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আজকের গোলটেবিল আলোচনায় ধারণাপত্র উপস্থাপন করেন বিচারপতি ইফতেদার আহমেদ। উক্ত গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন বিচারপতি মকবুল হক,সভাপতি,গুড গভর্নেন্স ফোরাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম শরিফুল খান মহাসচিব গুড গভর্নেন্স ফোরাম। উক্ত গোলটেবিল আলোচনায় আরো উপস্থিত ছিলেন আলোচক ড, সুকুমল বড়ুয়া, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল আমসা আমিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সাংবাদিক কাজী জেসিন,, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস , মাহাবুবুল আলম কমল, সংস্কার পার্টির আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী,অ্যাডভোকেট তাসমিন রানা ( ভার্চুয়ালি) ফরহাদ মজার (ভার্চুয়ালী),ড,রেজাউল করিম চৌধুরী (ভার্চুয়ালি), মেহজাবিন ওয়াহিদ (ভার্চুয়ালি), লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ,নির্বাহী সদস্য,প্রেসিডেন্ট লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, (বোমা) প্রমুখ।