জেফরী খান এর পরিচালনায় কন্ঠশিল্পি সনিয়া নুসরাতের মিউজিক ভিডিও ‘হৃদয়ে হৃদয়ে’

0
1174

আহমেদ সাব্বির রোমিও: আগামি ২৯শে জুন মুক্তি পেতে যাচ্ছে কন্ঠশিল্পি নুসরাত সনিয়ার নতুন মিউজিক ভিডিও ‘হৃদয়ে হৃদয়ে’। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পরিচালক জেফরী খান। ভিডিওটিতে তে মডেল হিসেবে ছিলেন রিয়াসাদ শুভ। গানের সূরকার গীতিকার ও কম্পোসার ছিলেন মাহমুদ সানি। ঢাকার বিভিন্ন লোকেশন এ ভিডিওটির শুটিং এর কাজ সম্পন্ন হয়।

ভিডিওটি ম্যাকিং নিয়ে পরিচালক জেফরী খান বলেন, আমার ২০১৬ সালের ‘তুমি কোথায়’ মিউজিক ভিডিওটি রিলিজ এর পর আবার একটি বড় মিউজিক ভিডিও এর কাজ করলাম। আমি বেশ আশাবাদী ভিডিওটি নিয়ে, কারন এই ভিডিওটিতে অনেক ইমোশন এর ব্যাবহার করা হয়েছে। পুরো গল্পটাই একটা ভুল বুঝাবুঝি কে কেন্দ্র করে গোড়ে উঠে আর ভুল বুঝাবুঝি থেকে হয় বিচ্ছেদ আর বিচ্ছেদ থেকে হয় মৃত্যু। ঠিক এই ভুল বুঝাবুঝির ব্যাপারটাই পুরো মিউজিক ভিডিওতে ফুটে উঠেছে। মিউজিক ভিডিওটি অচিরেই মুক্তি পেতে যাচ্ছে সিনেতন্ত্র পিকচার্স এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ।