‘জোলি’কে ব্রাড পিটের কৃতজ্ঞতা স্বীকার

0
1135

 ব্রাড-জোলি বিবাহ বিচ্ছেদের পরে দীর্ঘসময় ভক্তদের অন্তরালে ছিলেন ব্রাড পিট।তবে যখন দেখা গেল তখন চমকে গেল ভক্তরা। ৫৪ বছর বয়সী অভিনেতার বয়স যেন অনেকটাই কম লাগছে, ঝরঝরে আবেদনময় চেহারা। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর লুক ভাইরাল হওয়ার পর সেটা আরো স্পষ্ট হয়। অবধারিতভাবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আবেদনময়ী চেহারার রহস্য নিয়ে প্রশ্ন শুনতে হলো অভিনেতাকে। যার কৃতিত্ব অ্যাঞ্জেলিনা জোলিকেই দিলেন তিনি। ‘হলিউড লাইফ’কে অভিনেতার ঘনিষ্ঠ একজন বলেন, ‘ব্রাড এখন নিয়মিত যোগ ব্যায়াম করে। এ ছাড়া কিছু গোপন খাবার আছে, যা তাকে তরতাজা রাখে। এসব করতে জোলিই তাকে পরমর্শ দিয়েছিল। এ জন্য সব সময়ই সে জোলির কাছে কৃতজ্ঞ।’ সূত্র আরো জানায়, ‘জোলি বিচ্ছেদের আবেদন করার পর ব্রাড পিট খুবই দুঃখ পেয়েছিল। এ জন্যই প্রকাশ্যে তাকে দেখা যায়নি। কিন্তু কিছুদিন পর সে নতুন উদ্যমে শুরু করে। এখন সে খুবই আত্মবিশ্বাসী।’