টি-সিরিজ আতিফ আসলামের গান মুছে দিলো

0
1400

নিউজ ডেস্ক:- আতিফ আসলামের গাওয়া গান ‘বারিষে’ ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল টি সিরিজ থেকে। বারিষে গানে আতিফ ছাড়াও নুসরত ভারুচ ছিলেন। গানটির কম্পোজ করেছিলেন ভারতের অর্ক। কিন্তু পুলওয়ামা কাণ্ডের জেরে আতিফের গান মুছে দিলো টি-সিরিজ। এর কারণ জানতে চাইলে আতিফের ম্যানেজারকে টি-সিরিজ থেকে বলা হয় আতিফকে কারণ জানাতে আমরা বাধ্য নই।

আইএএনএসকে এক সাক্ষাত্কার দেওয়ার সময়ে অর্ক বলেন, ‘জঙ্গি এবং সন্ত্রাসের প্রতি পাকিস্তান সরকারের মনোভাবই আমাদের এতগুলো সেনার জীবন কেড়ে নিলো। এরপর থেকে নীতিগতভাবেই আমরা সাংস্কৃতিক বিনিময় করতে পারি না।’ যদিও অর্ক জানিয়েছেন তার সঙ্গে আতিফের কোনো ব্যক্তিগত সমস্যা নেই এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো পাকিস্তানি গায়কের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন না।