পদাতিক নাট্য সংসদ এর ৩০তম প্রযোজনা রবি ঠাকুরের গল্প থেকে নাটক ’সে’

0
1040

প্রেস বিজ্ঞপ্তি: ৯ ডিসেম্বর ২০১১ইং ভারতের আগরতলায় পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ এর ৩০তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নাটক ’সে’ র উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরবর্তীতে কোলকাতার প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী মিনার্ভা থিয়েটারে এবং কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নাটকটি মোট পনেরবার মঞ্চায়িত হয়। নাটকটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন প্রকল্পের মঞ্জুরিকৃত অনুদান প্রাপ্ত নাটক। নাটকটি ছোট বড় সকলের জন  ̈ উপভোগ ̈ 
৮ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটির ষষ্ঠদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে । নাটকের নাট্যরূপ ও নির্দেশনায় তরুণ নাট ̈নির্দেশক দেবাশিষ ঘোষ। নির্দেশনা আলোক পরিকল্পনায় নাসিরুল হক খোকন ও মঞ্চ পরিকল্পনায় সেলিম শামসুল হুদা চৌধুরী। অভিনয়ে ছিলেন শিশু শিল্পী সামিয়া জয়ী, মিজান, কামাল, সাদিয়া, এস. পি. অরণ ̈, মামুন, মিল্টন, পাভেল, ডলি, আজিজ, শাকিল, জিসাম ও ইকবাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here