আশরাফুল ইসলাম আকাশ:- অগ্নি বীনা প্রডাকশনের ব্যানারে নির্মিত সুরাইয়া পাপড়ির একক গান ‘অন্তর কালা’। গানটিতে কথা ও সুর দিয়েছেন শাহরিদ বেলাল। চিত্রগ্রহন ও পরিচালনায় ছিলেন পিন্টু বিশ্বাস। আর সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
‘অন্তর কালা’ গানটির ভিডিও চিত্র ধারন করা হয় মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। এ বিষয়ে পিন্টু বিশ্বাস বলেন, গানটির কথা ভিন্নধর্মী হওয়াতে সেই আঙ্গিকে চিত্রগ্রহনের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পরে নতুন কাজ উপহার দিতে পারছি ভেবেই খুব ভালো লাগছে বলে জানান তিনি।
কন্ঠশিল্পী সুরাইয়া পাপড়ি বলেন, গানটির কথা ভিন্নধর্মী, আমায় খুব ভালো লেগেছে। আশা করছি দর্শকরা গানটি সাদরে গ্রহন করবে।
গানটি খুব শীঘ্রই অগ্নি বীনা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠানটি।