প্রকাশিত হলো কন্ঠশিল্পী সানিয়া রমা’র অ্যালবাম “রঙের যাদুকর”

0
1376

প্রেস বিজ্ঞপ্তি: গত ৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সেভেনহিল রেষ্টুরেন্টে লেজার ভিশনের আয়োজনে বেলাল খান ফিচারিং প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী সানিয়া রমা’র অ্যালবাম “রঙের যাদুকর”-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, কাতার চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, কাতার সাংবাদিক সমিতির সভাপতি ই এম আকাশ ও সংগীত শিল্পী বেলাল খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশন ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, গীতিকার সোমেশ্বর অলি, নীহার আহমেদ, প্লাবন কোরেশী, সাংকৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকগণ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক রাসেল।

উল্লেখ্য, কন্ঠশিল্পী সানিয়া রমার এটি তৃতীয় অ্যলবাম। সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, আহমেদ খসরু ও সানিয়া রমা’র কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান ও আভরাল সাহির। অ্যালবামটিতে মোট ৪ টি গান রয়েছে, ইতিমধ্যে আশায় আশায় গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং আরেকটি গান থাকতে মানুষ এর ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে। ভিডিওটি পরিচালনা করেছেন খান মাহি। গানটি সম্পর্কে শিল্পী সানিয়া রমা বলেন আধুনিক ও ফোক ধাঁচের এই গানটি সব ধরনের শ্রোতা-দর্শকদেরকে আনন্দ দিবে বলে আমার বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here