প্রিয়ন্তীকা পরীর “আয়না সাথিয়া”

0
1053

আনন্দ বিনোদন ডেস্ক: যুবক ও তরুনদের হার্টথ্রব, মিষ্টি মেয়ে, মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তীকা পরী এবার দর্শকদের মাতাবেন তার “আয়না সাথিয়া” শিরোনামের গানের দূর্দান্ত ভিজুয়াল পারফর্মেন্স দিয়ে। প্রিয়ন্তীকা পরীর সাথে জুটি হয়ে কাজ করেছেন মডেল শিমুল। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা ও সম্পাদনা করেছেন আসাদুজ্জামান আজাদ। কাজটির ব্যাপারে মিষ্টি মেয়ে প্রিয়ন্তীকা পরী দর্শকদের উদ্দ্যেশ্যে বলেন, শহিদুল ইসলামের কথায় আহমেদ সজীবের সুর ও মিউজিকে মনের মাধুরি মিশিয়ে গানটি গেয়েছেন আহমেদ সজীব ও তাসনিম মিম। আমার কাছে গানটি যেমন অসাধারন লেগেছে তেমনি অসাধারন হয়েছে গানটির চিত্রধারন। আশা করি দর্শকদেরও গানটি অসম্ভব ভাল লাগবে। পপি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২৩/১২/২০২১ ইং তারিখে গানটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলা গান প্রিয়-দর্শকদের জন্য রইলো আমার পক্ষ থেকে অফুরন্ত ভালবাসা।