রফিকুল ইসলাম (মালয়েশিয়া):- মালয়েশিয়াতে বাঙ্গালী প্রবাসীদের জন্য রয়েছে সুখবর। প্রোঃ মোঃ নাজমুল হাসান এর পরিচালনায় হরেক রকমের বাঙ্গালী খাবারসহ আরও অনেক সুস্বাদু খাবারের সমারোহ নিয়ে আয়োজন করা হয়েছে দেশীয় খাবারের এক বিশাল রেস্তোরাঁর। মালয়েশিয়ায় কুয়ালালামপুর এ অবস্থিত এই রেস্তোরাঁর নাম “সোনারগাঁ রেস্তোরাঁ”।
এখানে ১০০% দেশীয় স্বাদে বাংলাদেশী বাবুর্চি দ্বারা রান্না করা হয়। সুলভ মূল্যে আপনার পছন্দের সব খাবার পেতে এক্ষুনি চলে আসুন “সোনারগাঁ রেস্তোরাঁয়”।