বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হলো মিউজিক্যাল ফিল্ম ‘মা’

0
1020
মিউজিক্যাল ফিল্ম ‘মা’ এর শুটিং দ্রশ্য। ছবি: আশরাফুল ইসলাম আকাশ

নিজস্ব প্রতিবেদক:  বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হলো মিউজিক্যাল ফিল্ম ‘মা’। অসাধারণ  গানটির কথা লিখেছেন মনা আর কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী শাহরিদ বেলাল। মিউজিক্যাল ফিল্মটির অভিনয় করেছে সালেহ আহমেদ মনা নিজেই এবং অন্যান্য চরিত্রে জিয়া মঈনউদ্দীন সহ আরো অনেকে।

সম্প্রতি রাজধানীর কয়েকটি এলাকায় মিউজিক্যাল ফিল্মটির ভিডিওচিত্র ধারন করা হয়। আসছে ঈদুল আযহায় মিউজিক্যাল ফিল্মটি পিপড়া প্রোডাকশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

মিউজিক্যাল ফিল্মটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, গানের কথা গুলো মা’য়ের জন্য লিখেছিলাম। শাহরিদ বেলাল অসম্ভব সুন্দর গেয়েছে। গানটির ভিডিও চিত্র ধারন সম্পন্ন হয়েছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে এই ঈদে সকলের জন্য ইউটিউবে উন্মুক্ত করা হবে।