‘মন ভালো নেই’ শিরোনামের গানের ভিডিওটি প্রকাশ হয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। সেতু চৌধুরীর কথা-সুর-সংগীত আর শাওনের কণ্ঠে গানটি পেয়েছে ভিন্নমাত্রা। ভিডিওটি নির্মাণ করেছেন যৌথভাবে একে পরাগ ও ভাস্কর জনি। এ ভিডিওটিতে শাওনের বিপরীতে মডেল হয়েছেন নিশাত প্রিয়ম। পুরো ভিডিওর শুটিং হয়েছে মেঘ আর পাহাড়ের কোল ঘেঁষে।
গান ও ভিডিওটি প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, ‘অনেক প্রিয় একটা গান। কৃতজ্ঞতা গানটির ক্রিয়েটর সেতু ভাইয়ের প্রতি। ভিডিওটি করার পর গানটিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দেখে মুগ্ধ হলাম। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’