বিনোদন ডেস্ক:
নাটক ডকুমেন্টারি বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের গন্ডি পেরিয়ে ওয়েব ফ্লিমে কাজ শুরু করেছেন মোহাম্মদ মাহবুব উদ্দিন ওরফে মাহবুব দাদা ভাই , তার অভিনীত উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপন
শাহ সিমেন্ট রেডি মিক্স , প্রাণ প্রিমিয়াম ঘি ,গাজী সিএনজি টায়ার , কিংস্টার মোবাইল ,হুয়াওয়ে মোবাইল ,সেন্টার জেল , ইকো প্লাস উল্লেখযোগ্য ।
অভিনীত টেলিফিল্ম
অনুরণন,খসরুর হাতে কয়েকটি নীলপদ্ম,একটি লাইব্রেরীর গল্প,একটি জাদুর বাক্স ও কয়েকটি বিভ্রান্ত প্রজাপতি, তালাশ,মায়ের কোল,গাছ ও পাতা,দি জেন্টেলম্যান
ধারাবাহিক নাটক এর মধ্যে রয়েছে। আদর্শ মেসবাড়ী,
ব্যবধান,বড় বাড়ির ছোট বউ,ডিবি ( লোভ ),দুই টাকার বাহাদুরি,প্রহেলিকা,দিবা নিশি, ভৈরব
প্রতিদিনের ধারাবাহিক এর মধ্যে আছে, মান অভিমান জবা,পাশাপাশি অভিনয় করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে, এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলো হচ্ছে একাত্তরের নিশান, লাভ – ২০১৬,বাহাদুরি,রোভেন
তুফান,
মিরপুরের দিয়াবাড়িতে বিভিন্ন লোকেশনে ওয়েব ফিল্মটির শুটিং হলো এটার নাম দেয়া হয়েছে ” ফ্যাকড়া ”
রচনায় আহমেদ সাদ এবং নেয়ামতুল্লাহ মাসুম।
পরিচালনা করেছেন : আসিফ চৌধুরী । সহকারি পরিচালক : ইয়াসিন রহমান সুমন।
ওয়েব ফিল্মটির প্রসঙ্গে পরিচালক আসিফ চৌধুরী বলেন আমরা প্রতিনিয়ত যে ওয়েব ফিল্ম দেখি সেটা একটি গদ বাধা কাহিনী বা একটি নির্ধারিত ধরণের ধাঁচে তৈরি হয় কিন্তু এই ওয়েব ফিল্মটির মধ্যে একটু পরিবর্তন পাবেন এবং এটাতে আলাদা টুইস্ট রয়েছে যা দর্শকদের মোহিত করবে।
মাহবুব দাদা ভাই এখানে শমসের চরিত্রে কাজ করেছেন , তিনি লেগুনা মালিক সমিতির সভাপতির ভূমিকায় অবতীর্ণ হয় তিনি একটু দুষ্টু চরিত্রের হওয়ার কারণে তার প্রভাব পড়ে সমাজের অবহেলিত নারীদের উপর এবং এটার উপর ভিত্তি করেই এগোতে থাকে কাহিনী একটার পর একটা ঘটনার কারণে নাটকীয় মোড় নেয় ভিন্ন খাতে , সূত্রপাত হয় আরো অপরাধের এভাবেই এগোতে থাকে দৃশ্য ধারণ। তবে আশা করছি এই ওয়েব ফ্লিমটি একটি উল্লেখযোগ্য ওয়েব ফিল্ম হিসেবে সকলের মন জয় করতে পারবে ।