রণবীরের সাথে আামর রসায়নটা দেখার মতো হবে ‘কারিনা’

0
1053

 করণ জোহর প্রযোজনা সংস্থার ‘তখত’ নামের এ ছবিতে দেখা যাবে বেবো বেগমকে। ‘বীরে দি ওয়েডিং’ সুপার হিট হওয়ার পর এখন করিনার ঝুলিতে দু’দুটো ছবি। একদিকে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করছেন করিনা। অন্যদিতে তখত-এ রণবীর সিং এর দিদির চরিত্র দেখা যাবে তাকে। এদিক করিনাকে তার বক্স অফিস নাম্বার নিয়ে প্রশ্ন করা হলে চটপট জবাবে কাপুর কন্যা বলেন, ‘‌হ্যাঁ, আমি একজন ফিল্ম চাইল্ড। তাই এই বিষয়টি প্যাশন থেকেই এসেছে। আর সিনেমার বিষয়টির সঙ্গে আমার বোঝাপড়া রয়েছে বরাবরই।’

তার পরিচালনা কিংবার প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে কিনা, সেবিষয়ে প্রশ্ন করা হলে সোজা না বলে দেন বেবো। পাশাপাশি তুতো ভাই রণবীর কাপুরের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন কিনা সেটা জানতে চাওয়া হলে কারিনা বলেন ‘অবশ্যই আমি রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। এটা একটা দারুণ ব্যপার হবে। রণবীরের সঙ্গে আামর রসায়নটা দেখার মতো হবে। আমি ওকে ভীষণ ভালোবাসি। তাই এমন প্রস্তাব এলে কখনওই না করব না। আশা করি, কেউ না কেউ আমাদের জন্য চিত্রনাট্য লিখবে।’