শাহরিয়ার সোহাগের উপন্যাস ‘লেখিকা’

0
1243
লেখক- শাহরিয়ার সোহাগ

নিউজ ডেস্ক:- তুমুল জনপ্রিয়তা পাওয়া একজন লেখিকা, যিনি তার লেখনি দিয়ে ইতিমধ্যে পাঠক হৃদয়ের চূড়ন্ত কেন্দ্রবিন্দু হয়েছেন। তিনি তার লেখনী দিয়েই জয় করেেছেন সহস্র পাঠকমন। তবে তিনি নিজেকে একটি অধরা চরিত্রে পূর্ণতা দিতে চান। তাকে নিয়েপাঠকের নানা প্রশ্ন জমা পড়তে থাকে পত্রিকা অফিসে। আর পত্রিকাটির জেলা প্রতিনিধি সাংবাদিক নাহিদ পারভেজ লেখিকার দেওয়া ঠিকানাতে খুঁজতে থাকে লেখিকাকে। বহু চেষ্টায় সাংবাদিক নাহিদ লেখিকাকে খুঁজে বের করে। লেখিকার অনুমতিতে শুরু হয় লেখিকাকে নিয়ে পাঠকের শত প্রশ্ন। লেখিকার শৈশব, বাল্যবেলা।।তার স্কুলজীবন, প্রেম কিংবা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত। লেখিকার আজকে লেখিকা হয়ে ওঠার পেছনের গল্পগুলো লেখিকা অকপটে বলতে থাকেন সাংবাদিককে।  লেখিকার না পাওয়া আর হারানোর গল্প। আর সেখান থেকে জীবনযুদ্ধে মেয়ে সাইরা কে নিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। লেখিকা, লেখনী আর সাইরা এই তিনটা ব্যাপার একত্রে অভিভূত করে নাহিদ কে। লেখিকাকে নিয়ে এই কয়েকদিনের মাত্রারিরিক্ত ভাবনাগুলোতে নাহিদ তার মস্তিষ্কে লেখিকার জন্য ভালোবাসা অনুভব করে। তারপর যেদিন লেখিকার লেখাটি নাহিদের পত্রিকাতে প্রকাশ পায়, সাংবাদিক নাহুদ সেদিন খুব সকালে লেখিকার পছন্দের জবাফুল, নীল পাঞ্জাবি আর সেদিনের পত্রিকা নিয়ে লেখিকার হলুদ রঙের বাড়িতে যায় খুব আয়োজন করেই………

উপন্যাস: লেখিকা

বইটি অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ এর ২১৬-১৭ নং ছায়াবীথির স্টলে পাওয়া যাচ্ছে।