দীর্ঘদিন পরে আবারো টিভিতে সামিনা চৌধুরী

0
1312

 ‘নয়নের আলো’তে গাওয়া ‘আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে’ গানটি নিয়ে সামিনা চৌধুরী আবারো হাজির হচ্ছেন বিটিভির ‘আনপ্লাগ’ অনুষ্ঠানে। একই অনুষ্ঠানে তিনি তার আরেকটি জনপ্রিয় গান ‘আমি জায়গা কিনবো কিনবো বলে পেয়ে গেলাম …’ নতুন করে গাইলেন সামিনা চৌধুরী। সুর সঙ্গীতায়োজন ঠিক রেখে কিছুটা ফিউশন করার চেষ্টা করেছেন নীল। অ্যাকুস্টিক যন্ত্র ব্যবহার করে গত বুধবার সন্ধ্যায় সামিনা চৌধুরী এই দুটি গানে আবারো কণ্ঠ দেন। সামিনা চৌধুরী বলেন, ‘আমার আগে থেকে জানা ছিল না যে এই দুটো গান আমাকে গাইতে হবে। মঞ্চে যখন গাইতে উঠলাম, তখন নীল আমাকে এসে বললেন যে এই দুটো গান আমাকে গাইতে হবে। সত্যি বলতে এই দুটো গানের সুর মানুষের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে ভাঙার কোনো উপায় নেই। যে কারণে নীল নিজের মতো করে ফিউশন করেছে সুর যথাযথ রেখেই। আমারও গাইতে ভীষণ ভালো লেগেছে।’