সুচন্দার সিনেমা জগতে সারে পাঁচ দশক

0
569

এস.এ.এম সুমন ঃ ঢাকাই ছবিতে পথচলার ৫৫ বছর অতিক্রম করেছেন অভিনেত্রী সুচন্দা। সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৬৬ সালে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। সেই থেকে শুরু। এরই মধ্যে কেটে গেছে সাড়ে পাঁচ দশক। এ পথচলায় পেয়েছেন অনেক, দিয়েছেনও বটে। এ প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘ছোট্ট এই জীবনে চলার বাঁকে পেয়েছি দর্শকের অকুণ্ঠ ভালোবাসা।

এটাই আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। চলচ্চিত্রের সোনালি দিন এখন আর নেই। আমাদের সময় অনেক সীমাবদ্ধতার মধ্যে মেধাবী পরিচালক, অভিনয়শিল্পীরা তাদের সেরা কাজটুকু উপহার দিয়েছেন। মাঝে মধ্যে ভাবি, আবারও কী সেই সুদিন ফিরে আসবে? আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠবে প্রিয় এফডিসি! হয়তো একদিন হবে। সেই আশায় এখনো বেঁচে আছি।’ সুচন্দা সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা ও পেয়েছেন আনন্দ বিনোদন আজীবন সম্মাননা প্রযোজনার পাশাপাশি করছেন পরিচালনা।