আনন্দ বিনোদন ডেস্ক :
সম্প্রতি মুক্তি পেয়েছে সৈয়দা হেমার লিখা
“ফিরে চল” শিরোনামে একটি অসাধারণ সুন্দর ফোক গান।
সঙ্গীত শিল্পী নিলাম সেন এর কণ্ঠে,নতুন এই ফোক গানের টিউন ও কম্পোজিশন করেছেন, জনপ্রিয় মিউজিক ডিরেক্টর কম্পোজার হৃদয় হাসিন। “সৈয়দা হেমার” বেশ কিছু গান ইতিমধ্যে দর্শক শ্রোতাদের মন জয় করেছে।
এই মাসে সৈয়দা হেমার কথা ও সুরে আরো একটি গান আসছে। গানটি গিয়েছেন কন্ঠ শিল্পী ও কম্পোজার মাহবুব মিনেল।
এই গুণী মানুষটি বর্তমানে সুদূর লন্ডনে স্বপরিবারে বসবাস করেন। আমাদের প্রতিবেদকের হাতে তার কথা হয় মোবাইল ফোনে। তিনি জানান, গান হচ্ছে হৃদয়ের কথা, গান আসে আবেগের থেকে, গান হচ্ছে অন্তরের বহিঃপ্রকাশ। একজন গীতিকার (ইংরেজি: Lyricist) হলেন যিনি নির্দিষ্ট ভাবে গানের কথা লেখেন। গীতিকাররা গীতিকবি হিসেবেও পরিচিত। গানের ক্ষেত্রে গীতিকাররা মুখ্য ভূমিকা পালন করেন। কারণ তাদের রচিত গীত থেকে সুরকার ও সঙ্গীত পরিচালকরা সঙ্গীত শিল্পীদের দিয়ে গানে সুর বাঁধেন। এই সমাজে গীতিকার এর খবর আসলে কেউ রাখে না। একজন গীতিকারের লিখা গানে শিল্পীর জন্ম হয়।