হিমালয়ের ২২,৩৫০ ফুট উঁচু ‘আমা-দাব্লাম’ পর্বতশিখরে বাংলাদেশের অভিযান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও পতাকা-প্রদান অনুষ্ঠান

0
1559

ইকরামুল হাসান শাকিল:- হিমালয়ের অন্যতম দূর্গম পর্বত ‘আমা-দাব্লাম’ শিখরে বাংলাদেশের অভিযান উপলক্ষে ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে পতাকা-প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান এবং বিশিষ্ট স্থপতি ও মুক্তিযোদ্ধা মোবশ্বের হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অভিযানের স্পন্সর ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক এবং ইস্পাহানি টি লিমিটেডের জি এম মার্কেটিং জনাব ওমর হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পর্বতারোহী এম এ মুহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করবেন এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে পতাকা গ্রহণ করবেন ও আরাধ্য ‘আমা-দাব্লাম’ অভিযান সম্পর্কে বক্তব্য রাখবেন।

২২,৩৫০ ফুট উঁচু ‘আমা-দাব্লাম’ পর্বতশিখর নেপালে এভারেস্ট-এর দক্ষিণ-পূর্বে অবিস্থত। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত ১৫ অক্টোবর ২০১৮ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে লুকলা বিমান বন্দর থেকে ৩০ দিন ব্যাপি অভিয়ান শুরু করবে। যুগপৎ পাথর ও বরফে আরোহণের বিশেষ দক্ষতা প্রয়োজন হয় বলে আমা-দাব্লাম পর্বত যে কোন অভিযাত্রীর জন্যই অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। ইতিপূর্বে এম এ মুহিত এভারেস্টে দু’বার এবং এক বার করে চো-ইয়ো ও মানাসলু শিখরে আরোহণ করেচেন। এছাড়া তিনি হিমালয়ের ৭,০০০ মিটারের একটি এবং ৬,০০০ মিটার উচ্চতার ছয়টি শিখরে সাতবার আরোহণ করেছেন। ‘আমা- দাব্ লাম’ পর্বত শিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পন্সর করছে ইস্পাহানি টি লিমিটিড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও চ্যানেল আই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here