শাকিলের উড়োচিঠি নিয়ে আসছে শাহীন

0
1264

“উড়োচিঠি” শিরোনামে নতুন একটি গান নিয়ে খুব শীঘ্রই আসছে ব্যান্ড দল ‘দ্যা ইউফেমিষ্ট’। “মন খোঁজে যাই তোর আঙিনায় / উড়োচিঠি পাঠাই ভুল ঠিকানায় / কিযে হাহাকার হৃদয়ে আমার / তুই কার, কে আমার?” গানটি সুর ও ভোকাল দিয়েছেন ‘দ্যা ইউফেমিষ্ট’ এর ভোকালিস্ট শাহীন এসবি। গানের কথা লিখেছেন তরুণ লেখক, পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। দেশের প্রতিশ্রুতিশীল তরুণ লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। এবার তিনি লিখলেন গান। নাটকের মঞ্চ থেকে পর্বত চূড়া ছুঁয়ে এখন তিনি সঙ্গীতে। তিনি বলেন, দেশের মানুষ আমাকে লেখক ও পর্বতারোহী হিসেবে জানলেও আমার শুরুটা তো মঞ্চ থেকেই। আশাকরি এখানেও নিয়মিত হবো। দ্যা ইউফেমিষ্ট’ ব্যান্ডের সঙ্গীতশিল্পী শাহীন এসবি জানান, দ্যা ইউফেমিষ্ট ব্যান্ড যাত্রার শুরু থেকেই তাদের নিজেস্ব একটা ধারা তৈরি করে চলছে। এই ব্যান্ডের সবাই তরুণ এবং তারুণ্য নির্ভর এই ব্যান্ডে গায়কি দারুণ জনপ্রিয়তাও পেয়েছে অল্প সময়ের মধ্যেই। তারই ধারাবাহিকতায় “উড়োচিঠি” শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছি আমরা। গানটি লিখেছে তরুণ লেখক, পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। সম্প্রতি “আল্লাহ বলো” শিরোনামে একটি লালন সাইজির গান রেকর্ডিং ও ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ইউটিউবে আপনারা দেখতে পারবেন।