গত ১১ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শাহনাজ শান্তার ‘মন পবনের নাও’ গানের অডিও এবং ভিডিও প্রকাশ হয়। গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। মাহমুদুর রহমান ও শাহনাজ শান্তার কথায় গানে সুর দিয়েছেন মাহমুদুর রহমান। আর সঙ্গীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ।
ইমরাউল রাফাতের পরিচালনায় গানের ভিডিওতে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং নাদিয়া নদী। ধ্রুব মিউজিক জানায়, ‘ধ্রুব মিউজিক কটেজ’র ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি পাওয়া যাবে, ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।কন্ঠশিল্পী শান্তা জানান, ‘মন পবনের নাও’ গানটির পেছনের গল্পটা ভিন্ন। ছোট ভাই কলেজ পড়াকালীন সময়ে গানটির মুখ লিখেছিলেন। এরপর ব্যস্ততায় আর পুরো গানটি লেখা শেষ করতে পারেননি তিনি। পরে শরণাপন্ন হলেন বোনের। ভাই-বোন মিলে গান লেখা শেষ করলেন। এরপর ভাই সুর দিলেন গানে। আর কণ্ঠ দিলেন বোন শাহনাজ শান্তা।