কন্ঠশিল্পী ন্যান্সি ও জায়েদ একই ছাদের নিচে

0
1260

নিজস্ব প্রতিবেদক:- বছরের প্রথম দিনেই দ্বিতীয় সংসার ভাঙার ইঙ্গিত দেন কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে গত দুই মাস যাবত আলাদা ছিলেন ন্যান্সি। তাদের মধ্যে বনিবনা না হওয়াতেই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলো।

দু সপ্তাহের কম সময়ের ব্যবধানেই সিদ্ধান্ত বদল করেছেন ন্যান্সি। জানালেন, আবার তারা একই ছাদের নিচে বসবাস করছেন। বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্তটি আত্মঘাতী মন্তব্য করে ন্যান্সি বলছেন, এখন বিবাহ বিচ্ছেদ ঘটালে ক্যারিয়ার এবং সন্তানের জীবনেও নেতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই না, আমাদের সন্তানের কোনো অমঙ্গল হোক।’

কন্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘আমরা মনের দিক থেকে একই ছিলাম। দু’জনের প্রতি দু’জনের ভালোবাসার কমতি নেই কখনোই। জায়েদ বেশি ভালো মানুষ। তার সঙ্গে আমি প্রায়ই মান-অভিমান করি। সে করে না। সে রাগের কথা বললেও রাগ করে না, এটাও তার প্রতি আমার অভিমানের আরেকটা কারণ। যাই হোক, অভিমানের পালা শেষ। অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করেছি। সবাই দোয়া করবেন, আমাদের মধ্যে যেন শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে আজীবন।’

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ এবং ন্যান্সির সংসারেও নায়লা নামে এক কন্যা সন্তানও রয়েছে।