নিউজ ডেস্ক:- দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গান করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। এর আগে একাধিক নাটকের গান করলেও মাঝে বেশ কিছুদিন বিরত ছিলেন। সেই বিরতি ভেঙ্গে এবার গান করলেন ‘ঝরা পাতার কাব্য’ নামের একটি নাটকের জন্য। ‘বন্ধু তোমায় খুঁজি নির্ভরতার খোঁজে, আমার কন্ঠ জড়িয়ে আসে দু’চোখ বুজে কাঁদি, টপটপ জলের ফোটায় নিভে যায় মোমবাতি’-এমন কথামালার গানটি লিখেছেন ওয়াহিদ পলাশ। সুুর ও সংগীত পরিচালনা করেছেন রুমন।
ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নাটকটি প্রচারিত হবে এনটিভি-তে। রিয়াদ শিমুলের রচনা এবং ওয়াহিদ পলাশের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন বন্যা মির্জা, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন প্রমুখ।