আনন্দ বিনোদন ডেস্ক ঃ কাতার প্রবাসী জসীম উদ্দিন আকাশের কাহিনী অবলম্বনে নির্মিত হবে নতুন সিনেমা ‘কথা দিলাম’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জামশেদ শামীম ও এস কে তৃষ্ণা। বুধবার (২ জুন) রাতে রাজধানীর রামপুরায় একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে সিনেমারটির মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরতে সিনেমাটির পরিচালক, কলাকুশলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দীন আকাশের কাহিনী অবলম্বনে সিনেমাটি পরিচালনা করবেন ইভান মল্লিক। জামশেদ শামীম ও এসকে তৃষ্ণা ছাড়াও অভিনয়ে করবেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, কাজল, শেখ স্বপ্না, পরাগ বিশ্বাস, স্নিগ্ধা হোসেন, আঁখি প্রমুখ। সিনেমার সবগুলো গান লিখেছেন জসীম উদ্দীন আকাশ। এটি নির্মিত হবে বিডি ২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে।
অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘গ্রাম বাংলার পেক্ষাপটে সম্পূর্ণ মৌলিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এখানে আমার চরিত্র একজন গ্রামের যুবকের। যার সঙ্গে নায়িকার প্রেম হয়। এই প্রেম নিয়ে টানাপোড়েনসহ খুব সুন্দর একটি গল্প উঠে আসবে। আজ থেকে শুটিং শুরু হচ্ছে গাজীপুরে। সেখানে ১০ দিন শুটিংয়ের পর ঢাকা ও রাঙামাটিতে বাকি শুটিং হবে।’
নায়িকা এসকে তৃষ্ণা বলেন, ‘সিনেমাটির গল্পটি শোনার পর থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম। সাইনিংয়ের পর থেকে অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশাকরি দর্শকদের হৃদয়ে সিনেমাটি জায়গা করে নেবে।’
বিডি ২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার ও সিনেমাটির কাহিনীকার কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, ‘প্রবাসের কর্ম ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কাজ করি। এতো দিন গান, নাটক লিখেছি। এবার সিনেমায় হাত দিলাম। একজন প্রবাসী হিসেবে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের সিনেমাটি আমি উৎসর্গ করছি।’
তিনি আরও জানান, আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে। তবে সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।