আমান, প্রিয়াংকার “স্মৃতির পাতায় বেলা বোস”

0
915


বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক, সঙ্গীত এবং ভারতীয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তের “2441139” অবলম্বনে নির্মিত হয়েছে স্মৃতির পাতায় বেলা বোস” নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি যৌথ ভাবে পরিচালনা করেছেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং আসাদুজ্জামান আজাদ। চিত্রনায়ক আমান রেজা ও নৃত্য ও অভিনয় শিল্পী প্রিয়াংকাকে ‘স্মৃতির পাতায় বেলা বোস ” এ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, কোয়েল শিলা পাল, অজিত দাস এবং পরিচালক আহমেদ সাব্বির রোমিও। প্রধান সমন্বয়কারী ছিলেন চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু। ‘স্মৃতিরা পাতায় বেলা বোস’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রাজধানীর বিভিন্ন স্থানে চিত্রায়ন করা হয়েছে। উৎস প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে আসন্ন পূজা উৎসবে মুক্তি পাবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।