বাংলাদেশ উৎসব ২০২১

0
747

সৈয়দরমজানআলী : “বাংলাদেশ উৎসব ২০২১” শিরোনামে গত  ১৪ নভেম্বর, রবিবার, বাংলার একঝাঁক উজ্জল নক্ষত্র নিয়ে আমেরিকার মাটিতে এক বর্নাঢ্য উৎসব বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উৎসব ২০২১। একের পর এক চোখধাঁধানো ও জমকালো পারফর্মেন্সে দর্শকদের যারা মাতিয়ে রাখেন তারা হলেন গায়িকা সঞ্চি মুখার্জি, গায়ক চন্দন চৌধুরী, গায়ক রাজিব, গায়িকা মারিয়াম মারিয়া, গায়িকা কাবির রোজি, গায়ক জিহান, গায়িকা ত্রিনিয়া হাসান, গায়ক সারোয়ার মিয়া, গায়িকা শম্পা জামান, গায়ক অনিক, গায়ক কায়সার ও নৃত্যশিল্পী ওয়াজিহা ইশরাক ইমা। বাংলাদেশী শিল্পীদের সুরের মূর্ছনা আর প্রবাসীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়েছিল। রকভিল রেডিসনে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আয়োজন করা এই অনুষ্ঠানের ।