এইচ.এম পিয়াল এর পরিচালনায় বৈশাখী টেলিভিশন এর জন্য নির্মিত দুইটি খন্ড নাটকের শুটিং সম্পন্ন

0
508

মীর মোশারেফ অমি :
বেকার জামাইর প্রতি বউ এর অবহেলা নিয়ে ‘বেকুব জামাই’ এবং মায়ের এবং ছোট ভাই এর প্রতি বড় ভাই এর নির্মম বাস্তব চিত্র নিয়ে মিরপুরের বিভিন্ন লোকেশনে বৈশাখী টেলিভিশন এর জন্য নির্মিত “বেকুব জামাই ” ও অসহায় মা দুইটি খন্ড নাটকের শুটিং শেষ হল।

এ এস এস ট্রেডিং ইন্টারন্যাশনাল প্রযোজিত
মঞ্জু দাদার গল্প অবলম্বনে এইচ.এম পিয়াল এর পরিচালনায় নাটক দুইটিতে অভিনয়ে করেছেন- মুন্না অনিক, তাসবিহা, মান্নান, রিমন সোহেল, সাজিয়া খান পরী, মঞ্জু খান, সৌরভ বনিক, তাওহীদ সরকার তিমন(শিশু শিল্পী), তুষার হাবিব, আনিকা ইসলাম, সৈয়দা নাসরিন।

ডি.ও.পি হিসেবে ছিলেন ফয়সাল মাসুদ
নাটক দুইটিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রিন্স ও সহযোগী পরিচালক মীর মোশারেফ অমির তত্বাবধানে এবং এস এ এম সুমন এর সার্বিক ব্যবস্থাপনায়, কাজী ফরিদ এর স্থির চিত্রে নাটক দুইটির কাজ সম্পন্ন হয়।সার্বিক সহযোগিতায় ছিল পাক্ষিক আনন্দ বিনোদন পরিবার।।