স্বপ্ন থেকে সাফল্যে: আয়েশা ইসলাম এশার উদ্যোক্তা যাত্রা
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
বিনোদন ডেস্ক: স্বপ্ন ছিলো একদিন নিজস্ব ব্যবসা থাকবে, হোক সেটা অনলাইন কিংবা শোরুম। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ঢাকা জেলার তরুণ উদ্যোক্তা আয়েশা ইসলাম এশা। বর্তমানে তিনি পরিচালনা করছেন তার অনলাইন পেজ “Exclusive Up”, যেখানে রয়েছে ইম্পোর্টেড জুয়েলারি, কসমেটিকস, স্কিন কেয়ার, ড্রেস এবং গার্লস এক্সেসরিজ।
অনার্সের শেষ বর্ষে শুরু করা এ ব্যবসা এখন অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে। চায়না ও থাইল্যান্ড থেকে নিজেই পণ্য ইমপোর্ট করেন তিনি। প্রোডাক্টগুলো যেহেতু একদম অথেন্টিক, তাই ক্রেতারা তার প্রতি রেখেছেন ভরসা। ফলে এক বছরের মধ্যেই তার ব্যবসায়িক বিক্রয় বেড়েছে ব্যাপক হারে।
গ্রাহকদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া পেয়ে এশা অংশ নেন বিভিন্ন মেলায়ও। ইতিমধ্যেই তিনি দু’টি বড় মেলায় তার ব্র্যান্ডের উপস্থিতি জানান দিয়েছেন। ক্রেতারা ভিড় জমিয়েছেন তার স্টলে, পছন্দ করেছেন প্রোডাক্ট, আর মুগ্ধ হয়ে দিয়েছেন অসংখ্য রিভিউ।
শুধু ব্যবসায়িক সাফল্য নয়, সামাজিক দায়বদ্ধতাও তার বড় ভাবনা। এশার লক্ষ্য শুধু নিজের ব্র্যান্ডকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া নয়, বরং কর্মসংস্থান তৈরি করে তরুণদের স্বাবলম্বী হতে সহায়তা করা।
নিজস্ব পরিচয় গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলা আয়েশা ইসলাম এশার এই পথচলা হতে পারে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।
আপনার মতামত লিখুন :