প্রিন্ট এর তারিখঃ Sep 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন আফরান নিশো, আসছে ওয়েব সিরিজ ‘আঁকা’

বিনোদন ডেস্ক: একসময় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন আফরান নিশো। তবে ২০২৩ সালে প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর থেকে নাটকে আর দেখা যায়নি তাকে। সিনেমা ও ওয়েব প্রজেক্টেই মনোযোগী এই অভিনেতা এবার ফিরছেন নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’ নিয়ে।
ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটিতে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন মাসুমা রহমান নাবিলা। প্রায় পাঁচ বছর আগে ‘চিহ্ন’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন তারা। দীর্ঘ বিরতির পর এ জুটি ফের ছোটপর্দায় ফিরছে, যা ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।
প্রথমে সিরিজটির নাম ছিল ‘আজাদ’, পরবর্তীতে বদলে রাখা হয় ‘আঁকা’। ড্রামা, থ্রিলার ও সাসপেন্স ঘরানার এই ওয়েব সিরিজের শুটিং কুরবানি ঈদের আগেই শুরু হয়ে সম্প্রতি শেষ হয়েছে।
নিশো বলেন, “আমাদের জুটির একাধিক সফল কাজ রয়েছে। আশা করি এটিও দর্শক পছন্দ করবেন। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাবিলা। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।”
নিশোর সর্বশেষ ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’ খুব বেশি সাড়া ফেলতে না পারলেও, এবার ‘আঁকা’ দিয়ে দর্শকের মন জয় করার প্রত্যাশা করছেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আনন্দ বিনোদন