মো: আল-ইমরান:
ভারতের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসু এবার নির্মাণ করেছেন চলচ্চিত্র “হুব্বা”।আগামী ১৯ জানুয়ারি চলচ্চিত্রটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে।চলচ্চিত্রে বাংলাদেশের গুণি অভিনেতা মোশাররফ করিম হুব্বা চলচ্চিত্রে অভিনয় করেছেন।ইতোমধ্যে হুব্বা চলচ্চিত্রের পোষ্টের ছেয়ে গেছে ভারতের কলকাতা শহর।সম্প্রতি চলচ্চিত্রের ট্রেলার ও টাইটেল ট্র্যাক প্রকাশ করা হয়েছে।বাংলাদেশের বিপুলসংখ্যক দর্শকও অপেক্ষা করছেন হুব্বা দেখার জন্য।জানাগেছে বাংলাদেশেও হুব্বা চলচ্চিত্র মুক্তির চেষ্টা চলছে।কলকাতার কুখ্যাত গ্যাংস্টার হুব্বা ওরফে শ্যামলের জীবনকাহিনী নিয়ে গড়ে উঠেছে চলচ্চিত্রটি।এ চলচ্চিত্রে হুব্বা হয়ে হুব্বা’র জীবনের কিছুটা দারুণভাবে তুলে ধরেছেন জনপ্রিয় এ অভিনেতা।ফুলের মালা গলায় দিয়ে নাচে-গানে হুব্বাকে দর্শকের সামনে তুলে ধরেছেন তিনি।সুপ্রতিম সরকার ও ব্র্যাত্য বসুর কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন শিলাজিৎ মজুমদার। ব্র্যাত্য বসু পরিচালিত হুব্বা চলচ্চিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলনী বসুসহ থিয়েটারের শিল্পীরা কাজ করেছেন।আশাকরা যাচ্ছে চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক হ্নদয়ে ঝড় তুলবে।এখন শুধু অপেক্ষার পালা।