নিজস্ব প্রতিবেদক: দেশে মুক্তির পর প্রশংসিত হওয়া সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ এবার পাকিস্তানে উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি পাচ্ছে। এটি হতে যাচ্ছে প্রথম বাংলা চলচ্চিত্র, যা উর্দু ভাষায় ডাবিং করে সে দেশে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে।
সিনেমাটি পাকিস্তানে পরিবেশন করবে লাহোরভিত্তিক ‘সিনে এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানিয়েছেন, “বাংলাদেশের প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে। শিগগিরই এটি পাকিস্তানে মুক্তি পাবে।”
এর আগে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পেলেও সেগুলো ছিল মূলত বাংলা ভাষায় ইংরেজি সাবটাইটেলসহ। তবে ‘জংলি’ হচ্ছে প্রথম সিনেমা, যা সম্পূর্ণরূপে উর্দুতে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে।
‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন শিশুশিল্পী নৈঋতা, অভিনেত্রী শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা। সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।
এর আগে ‘জংলি’ একযোগে যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এবার উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।