প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2025 ইং
সিনেমায় বাড়ছে অতিথি চরিত্রের কদর

ঢাকাই সিনেমায় অতিথি চরিত্রে বড় তারকাদের বিশেষ উপস্থিতির ধারণা বেশ পুরোনো। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি সিনেমার একটি জনপ্রিয় ট্রেন্ড হয়ে উঠেছে। এবারের ঈদের সিনেমায়ও ছিল তারকা শিল্পীর ক্যামিও, যা দর্শক নজর কেড়েছে। সেই ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। হলিউড-বলিউড সিনেমায় দর্শকদের চমকে দিতে তারকাশিল্পীদের অতিথি চরিত্রে (ক্যামিও) দেখা যায়। এতে ইতিবাচক সাড়াও মেলে। তবে ঢাকাই ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার খুব একটা দেখা যায়নি। ক্যামিও হচ্ছে, সিনেমার মূল গল্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও, গুরুত্বপূর্ণ অংশে একটি বিশেষ চরিত্রে অল্প সময়ের জন্য অভিনয় করা। অনেক সময় সিনেমার ক্লাইম্যাক্স বা গুরুত্বপূর্ণ দৃশ্যে দর্শকদের জন্য চমক হিসাবে এ ধরনের চরিত্রে অভিনয় শিল্পীদের দেখা যায়।সত্তর, আশি কিংবা নব্বই দশকেও ক্যামিও চরিত্রে বড় তারকাদের দেখা গেছে। তবে বিষয়টি আলোচনায় আসে, ‘দুই নয়নের আলো’ সিনেমা দিয়ে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছিলেন ফেরদৌস ও শাবনূর। ২০০৫ সালের ১৩ মে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় বিশেষ উপস্থিতি ছিল সে সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজের। এতে একটা গানে অভিনয় করতে দেখা যায় তাকে। গানটি বেশ প্রশংসিত হয়, একইসঙ্গে ক্যামিও বিষয়টিও। এরপর অবশ্য আরও একাধিক সিনেমায় একাধিক তারকা শিল্পীর বিশেষ উপস্থিতি দেখা গেছে। উদাহরণ স্বরূপ, রিয়াজ-পূর্ণিমা জুটির ‘হৃদয়ের কথা’ সিনেমায় বিশেষ উপস্থিতি ছিল নায়িকা মৌসুমীর। যদিও মৌসুমীর উপস্থিতি খুব একটা আলোচনায় আসেনি। কারণ, এ সিনেমার গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে, গল্পের দিকে দর্শকদের তেমন নজরই ছিল না। এ ছাড়া ‘এক কাপ চা’ নামে একটি সিনেমায়ও মৌসুমীর স্বল্প সময়ের বিশেষ উপস্থিতি রয়েছে। এদিকে বর্তমানের ব্যস্ততম ও আলোচিত নায়ক শাকিব খানও তিনটি সিনেমায় ক্যামিও দিয়েছেন। এর মধ্যে একটি ২০১১ সালের ২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কে আপন কে পর’। অমিত হাসান ও অপু বিশ্বাস অভিনীত এ সিনেমায় শাকিবকে একটি গানের দৃশ্যে দেখা গেছে। এ ছাড়া মাহিয়া মাহী, বাপ্পি চৌধুরী ওআসিফ ইমরোজ অভিনীত ‘দবির সাহেবের সংসার’ সিনেমার শেষ দৃশ্যে শাকিব খানের এন্ট্রি বেশ উপভোগ্য ছিল। এটি মুক্তি পায়২০১৪ সালের ৪ এপ্রিল। ফেরদৌস ও ঋতুপর্ণা সেন অভিনীত ‘এক কাপ চা’ সিনেমায়ও শাকিবের উপস্থিতি ছিল। এটি মুক্তি পায়২০১৪ সালের ২৮ নভেম্বর।এদিকে সাম্প্রতিক সময়ে এর চর্চাটা বেড়েছে। ঈদের সিনেমাগুলোতে এর ব্যবহার বেশি লক্ষণীয়। শুধু তাই নয়, সবকিছু ছাপিয়ে আলোচনায় আসছে অতিথি চরিত্রে অভিনয় করা শিল্পীরা। এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’,‘ইনসাফ’, ‘উৎসব’, ‘নীলচক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার : কর্মফল’ নামে সিনেমাগুলো। এর মধ্যে তিনটিতেই ছিল বিশেষ চরিত্রের উপস্থিতি, যা নজর কেড়েছে দর্শকদের। স্বল্প সময়েই অভিনয় ঝলক দেখিয়ে প্রশংসায় ভাসছেন শিল্পীরা।
‘তাণ্ডব’-এ সিয়াম ও আফরাননিশো
ঈদে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। এতে জুটি বেঁধেছেন শাকিব খান ও সাবিলা নূর। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটিয় ক্যামিও চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো। ধর্ণাঢ্য পরিবারের বখাটে যুবকের চরিত্রে হাজির হয়েছিলেন সিয়াম। স্বল্প সময়ের উপস্থিতিতে খুন ও নারী লাঞ্ছিতের ঘটনায় চরিত্রটি দর্শকের ঘৃণা ও ধিক্কার পেলেও, তাতে অভিনয় করে সিয়াম পেয়েছেন বাহবা। কারণ, চরিত্রটি তিনি এতটাই বাস্তবসম্মত করে তুলেছেন যে, দর্শক তাকে ঘৃণা করতে বাধ্য। অন্যদিকে আফরান নিশো হাজির হয়েছিলেন সিনেমার শেষ দৃশ্যে। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মাসুদ হয়েই তাণ্ডবে যুক্ত হন তিনি।
সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, সুড়ঙ্গ খুড়ে ব্যাংক লুটের প্ল্যান করেছিল মাসুদ, কিন্তু তার আগেই মিখাইল (শাকিব খান) তা লুট করে নিয়ে যায়। দুই বছর পর তাণ্ডবের মধ্য দিয়ে দর্শক সুড়ঙ্গের মাসুদকে দেখেও উল্লাসে মাতিয়ে তোলেন প্রেক্ষাগৃহ। হঠাৎ করেই এ দুই অভিনেতার পর্দায় উপস্থিতি চমকে দেয় দর্শকদের। আগে থেকেই এ দুই অভিনেতার ক্যামিও দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, পরিচালক এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন। পর্দায় যখন অভিনেতারা ধরা দিয়েছেন, তখন প্রেক্ষাগৃহের দর্শকের উল্লাস বলে দেয় বিশেষ চরিত্রে অভিনেতাদের উপস্থিতি সত্যিই চমক দিয়েছে। তাদের নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে আলোচনা।
* ‘ইনসাফ’ সিনেমায় চঞ্চল
ঈদে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী। এ অভিনেতার ক্যামিও দেওয়ার বিষয়টি এতটাই গোপন ছিল যে, দর্শক পর্দায় ন্যাড়া মাথা ও হাতে রক্তমাখা দা নিয়ে চঞ্চলের উপস্থিতিতে চমকে গেছেন। যেমনটা ক্যামিওর বৈশিষ্ট্য। তবে তার উপস্থিতি যে দর্শকদের আনন্দ দিয়েছে, তা স্পষ্ট। স্বল্প সময়ের উপস্থিতিতে সিনেমার মানকেও নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। ভাসছেন প্রশংসায়। এ ছাড়া ঈদে এ অভিনেতার ‘উৎসব’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটিও রয়েছে দর্শক আগ্রহে। দ্বিতীয় সপ্তাহে এসে বেড়েছে শো। জানা গেছে, ২০ জুন থেকে এটি বিদেশেও মুক্তি পাচ্ছে।
* ‘উৎসব’-এ সুনেরাহ বিনতে কামাল
গত রোজার ঈদেই মুক্তি পেয়েছিল ‘দাগি’ নামে একটি সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমায় তার চরিত্রের ব্যাপ্তি খুব একটা ছিল না, তবে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ব্যাপ্তি নয়, চরিত্রটিই গুরুত্বপূর্ণ এটি বুঝাতে সক্ষম হয়েছেন এ অভিনেত্রী। এবারের ঈদেও ‘উৎসব’ নামে একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। বলা যায় এখানে ক্যামিও দিয়েছেন তিনি। খুব স্বল্প সময়ের জন্য তাকে পর্দায় দেখা যায়। আর তাতেই নজর কাড়েন। এবারও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এ অভিনেত্রী।এ ছাড়া ২০২৪ সালে রোজার ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ নামে একটি সিনেমায়ও ছিল ক্যামিও চরিত্রের উপস্থিতি। শাকিব খান- কোর্টনি কফি অভিনীত আলোচিত সে সিনেমাটিতে ক্যামিও দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। শাকিব খান অভিনীত এ সিনেমার শেষ দিকে এসে শাকিবের মায়ের চরিত্রে মাহীর উপস্থিতিও দর্শক বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন। দর্শকদের চমকে দিতেই ক্যামিওতে মাহীকেই রেখেছিলেন নির্মাতা হিমেল আশরাফ। এ সিনেমার পর অবশ্য আর কোনো সিনেমায় মাহীকে দেখা যায়নি। আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানপরবর্তী বেশ সমালোচনার মুখে পড়েন এ নায়িকা। তারপর থেকেই আড়ালে রয়েছেন তিনি।
সুত্রঃযুগান্তর
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আনন্দ বিনোদন