প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2025 ইং
হলিউড থ্রিলারে শাকিব খান, শুরু এক নতুন পথচলা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি হলিউডে নাম লিখাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ক্রাইম থ্রিলার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর, যিনি এর আগে ‘Barnyard’, ‘Astro’, ‘The Commando’, ‘Smoke Filled Lungs’ এবং ‘MR-9’ এর মতো হলিউড প্রজেক্ট পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন।
নতুন এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন দুই নায়িকা—একজন বাংলাদেশের, অপরজন হলিউড থেকে নেওয়া হবে। ছবিটির খলচরিত্রেও থাকবেন একজন হলিউড তারকা, যিনি হলিউড অ্যাকশন ঘরানার বেশ কয়েকটি ছবিতে কাজ করে এরইমধ্যে পরিচিতি পেয়েছেন।
পরিচালক জানান, ছবির স্ক্রিপ্ট নির্মাণের কাজ এখনো চলছে, তবে প্রধান চরিত্র হিসেবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। একাধিক দেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মূল প্রোডাকশন হবে যুক্তরাষ্ট্রে।
জানা গেছে, আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, যেখানে নির্মাতা ও প্রযোজনা টিমের সঙ্গে মিটিং, ওয়ার্কশপ এবং প্রস্তুতি চূড়ান্ত করবেন। পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
এটি শাকিব খানের প্রথম হলিউড প্রজেক্ট হলেও, আন্তর্জাতিক পরিসরে তার আগ্রহ ও অংশগ্রহণ নতুন নয়। এর আগে তিনি কলকাতা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র অনুষ্ঠান ও প্রজেক্টে অংশ নিয়েছেন। তবে এবার তিনি পা রাখতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মূল পর্দায়।
বাংলাদেশি সিনেমার ইতিহাসে এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—যেখানে ঢালিউডের একজন সুপারস্টার আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন মুখ্য চরিত্রে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আনন্দ বিনোদন