প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2025 ইং
একসময় প্রমোটার, আজ নিজস্ব ব্র্যান্ডের কর্ণধার

বিনোদন ডেস্ক: জান্নাত রহমান—নামটি এখন তরুণদের ফ্যাশন সচেতন মহলে পরিচিত। তবে এই পরিচিতি একদিনে আসেনি। শুরুটা হয়েছিল নিছক কৌতূহল আর বিনোদনের মাধ্যম হিসেবে। ছাত্রজীবনে হঠাৎ করেই তিনি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হন, তৈরি করতে থাকেন ছোট ছোট রিলস, পোস্ট করেন সাদামাটা কিছু ছবি। তখনকার ভাবনায় এসব কিছুই ছিল এক ধরনের আনন্দ বা এক্সপেরিমেন্ট।
কিন্তু তার রিলস ও ফটো কনটেন্ট দেখে আকৃষ্ট হয় বেশ কিছু অনলাইন ব্র্যান্ড। তারা জন্নাতকে প্রোডাক্ট প্রমোশনের জন্য অনুরোধ করতে থাকে। শুরুতে অবাক হলেও ধীরে ধীরে তিনি নিজেকে খুঁজে পান এক নতুন পরিচয়ে—একজন ব্র্যান্ড প্রোমোটার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে তার। কনটেন্টের সৃজনশীলতা, উপস্থাপনার ভিন্নতা, এবং তার ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি নজর কাড়ে অনেকের।
এই অভিজ্ঞতা তাকে নতুন এক স্বপ্ন দেখায়—শুধু অন্যের ব্র্যান্ড নয়, নিজের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করার। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় ‘Your’s Choice’—জান্নাতের নিজের পোশাক-ভিত্তিক অনলাইন ব্যবসা। শুরুটা খুব ছোট ছিল। প্রথমে তিনি নিজের ডিজাইনে তৈরি কয়েকটি ড্রেস দিয়ে অনলাইন পেজ চালু করেন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পণ্যের ফটোগ্রাফি, ভিডিও প্রেজেন্টেশন, ক্যাপশন—সব কিছুই নিজেই করতেন। সেই সঙ্গে ছিল তার সোশ্যাল মিডিয়া ফ্যানবেস, যারা আগ্রহ নিয়ে দেখতেন ও অর্ডার করতেন তার পণ্য।
বর্তমানে ‘Your’s Choice’ তরুণীদের মাঝে একটি জনপ্রিয় অনলাইন ক্লথিং ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। দেশীয় কাপড়, নিজস্ব নকশা, মানসম্পন্ন পণ্য এবং ক্রেতা-বন্ধুসুলভ আচরণ—সব মিলিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করেছে এই ব্র্যান্ড। শুধু পোশাক বিক্রিই নয়, জন্নাত বিশ্বাস করেন ফ্যাশনের মাধ্যমে আত্মবিশ্বাসও বিক্রি করা যায়।
জান্নাত রহমান এখন আর শুধু প্রোমোটার নন, তিনি একজন পূর্ণাঙ্গ নারী উদ্যোক্তা। তিনি নিজের পেজের পাশাপাশি এখনও বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন করেন, তবে এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ব্র্যান্ডকেই এগিয়ে নিয়ে যেতে চান আরও দূর।
তরুণদের প্রতি তার পরামর্শ, “নিজেকে ছোট করে ভাববেন না। ছোট কাজ থেকেই বড় স্বপ্ন শুরু হয়। সোশ্যাল মিডিয়াকে শুধু সময় কাটানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখবেন না—এটা হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম সিঁড়ি।”
তার এই আত্মপ্রত্যয়ী যাত্রা প্রমাণ করে, সুযোগ শুধু অপেক্ষা করে না—তাকে খুঁজে নিতে হয়, কাজে লাগাতে হয়, আর পরিশ্রম দিয়ে রূপ দিতে হয় বাস্তবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আনন্দ বিনোদন