প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2025 ইং
নতুন তিনটি নাটক নিয়ে আসছে ঢাকা থিয়েটার

বিনোদন ডেস্ক: দেশের অন্যতম নাট্যদল ঢাকা থিয়েটার তিনটি নতুন নাটক মঞ্চে আনতে চলেছে। এই তিনটি নাটক হল-'পেন্ডুলাম', 'রঙমহাল’ এবং ‘দেয়াল’।
সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী নাট্যোৎসব। অনুষ্ঠিত এই উৎসবে ১৫, ১৬ ও ১৭ আগস্ট (৩১ শ্রাবণ, ১ ও ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মঞ্চে উঠবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘দেয়াল’। অনিক ইসলামের নির্দেশনায় এবং সেলিম আল দীনের রচনায় নির্মিত এই নাটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রাম, ত্যাগ, বেদনা ও মুক্তিকামী মানুষের স্বপ্নের গল্প ফুটে উঠবে।
১৮ আগস্ট, উৎসবের শেষ দিনে পরিবেশিত হবে সেলিম আল দীনের আরেক বিখ্যাত রচনা ‘নিমজ্জন’-এর ৯০তম প্রদর্শনী, নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায়। আয়োজকদের ভাষ্যমতে, এই আয়োজন কেবল সেলিম আল দীনের স্মরণানুষ্ঠান নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের নাট্যকর্মীদের জন্য এক বিরল সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেবে।
এদিকে প্রায় ৩০ বছর পর মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। মাসুম রেজা'র লেখা ও নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ‘পেন্ডুলাম’ নাটকে অভিনয় করবেন তিনি।
এ ছাড়া ‘রঙমহাল’ নাটকের মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ প্রথমবারের মতো মঞ্চনির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। 'পেন্ডুলাম' এবং 'রঙমহাল' নাটক দুটি ডিসেম্বরে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আনন্দ বিনোদন