বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের উৎসব ৬ নভেম্বর ম্যারিল্যান্ডে, ইউএসএ

0
1005

সৈয়দ রমজান আলী : গত ৮ আগষ্ট রবিবার বিকাল ৩ টায় জ্যাকসন হাইটস বাংলাদেশ প্লাজায়,আমেরিকায় অবস্থিত বাংলাদেশী ফাউন্ডেশনের উদ্যোগে এক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংগঠনটির উদ্যোগে আগামী ৬ নভেম্বর ম্যারিল্যান্ডে সকার ফাউন্ডেশন হলে বাংলাদেশ উৎসব ২০২১ আয়োজনের কথা ঘোষনা করেন। প্রায় দশ হাজার মানুষের ধারণ ক্ষমতা এই হলে। তবে সাত থেকে আটহাজার মানুষ এই উৎসবে সমবেত হবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এ সময় মেলা সম্পর্কে বিস্তারিত কথা বলেন সংগঠনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির বাবলু, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, ট্রেজারার আবদুল মামুন মোতালিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সারোয়ার মিয়া, প্রেস সেক্রেটারি ফিরোজ খালেক খান ও উপদেষ্টা হুমায়ুন কবির বাবু। সংবাদ সম্মেলনে বক্তারা উৎসবের লক্ষ্যে উদ্দেশ্য তুলে ধরেন। তারা বলেন, আমেরিকাকে বলা হয় বিশ্বের “মেলটিংস্পট” অর্থাৎ সারা বিশ্বের সকল জাতি-গোষ্ঠির সমন্বয়ে ইউএসএ হয়ে উঠেছে অনন্য এক জাতি। এখানে বিভিন্ন বর্ণ, ধর্ম ও সংস্কৃতির সম্মিলন ঘটলেও বেশিরভাগ জাতিই তাদের মূল সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে নিজেদের অনন্য সংস্কৃতির পরিচয় বহন করে চলেছেন। আমরা বাঙ্গালী জাতি। আমাদের অনন্য ইতিহাস এতিহ্য রয়েছে। আমাদের কৃষ্টি, সত্যভা, সংস্কৃতিকে লালন ও পরবর্তী প্রজন্মকে দেশীয় সংস্কৃতির আদলে গড়ে তোলাই এই উৎসবের মূল লক্ষ্যে। একই সাথে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীও পালন করার ঘোষনা দেন তারা। বক্তরা আরো বলেন, ইউএসএতে বাংলাদেশীদের অনেক সংগঠন থাকলেও এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তা আমরা সবসময় অনুভব করি। যারা ফুটিয়ে তুলবে বাংলাদেশের আদি ও অকৃত্রিম সংস্কৃতিকে। সে লক্ষ্যেই আমরা ২০১৯ সালে গঠন করি “বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন”। ইউএসএ তে অবস্থানরত বাংলাদেশীদের যে কোন রকম সহযোগিতার পাশাপাশি আমেরিকার মূল ধারায় উল্লেখযোগ্য অবদান রাখা এবং বাংলাদেশীদের তথ্য সংরক্ষণ, নিজস্ব কৃষ্টি কালচার পরবর্তী প্রজন্মের কাছে আরো ভালোভাবে পরিচিত করার প্রয়াস নিয়েই আমাদের যাত্রা শুরু হয় আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির মেট্রোতে । তারই ধারাবাহিকতায় আমরা এ বছর নভেম্বর মাসের ৬ তারিখে আয়োজন করতে যাচ্ছি “বাংলাদেশ উৎসব-২০২১”। যদিও এ আয়োজন করার কথা ছিলো ২০২০ সালে। কিন্তু, বৈশ্বিক মহামারীর এই করোনাকালে আমরা এই আয়োজনকে স্থগিত রেখে বাংলাদেশ এবং আমেরিকার দুর্যোগ মোকাবেলায় সহায়তার কাজ শুরু করি। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে- দেশে কর্মসংস্থানের ব্যবস্থা ও করোনা বিষয়ক সচেতনতা সৃষ্টির উদ্যোগ এবং আমেরিকায় করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা, মাস্ক, গ্লাভস বিতরণ।

উৎসব টি  যৌথ ভাবে আয়োজন করবে  বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ও অন্তর শোবিজ। গান গাইবেন সাড়া জাগানো কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ, ওসী, নাসরীন চৌধুরী, সোনালী মুখার্জী ও নিতা। উৎসবে বিশেষ আর্কষন থাকবে মহেশ খালীর পান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এশিয়ান টেলিভিশন ও পাক্ষিক আনন্দ বিনোদন ম্যাগাজিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here