‘ভালোবাসার সাত সাগর’

0
150
প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধলেন যাইন খান ও প্রিয়া অনন্যা ‘ভালোবাসার সাত সাগর’ নামের একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা সৈয়দ রমজান আলী। প্রযোজনা করেছেন জনাব কে আর রহমান। নাটকটি প্রসঙ্গে নির্মাতা সৈয়দ রমজান আলী বলেন, ‘নাটকটির গল্প দুর্দান্ত। ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ-তরুণীর প্রেমের অনেকগুলো চড়াই-উত্রাইয়ের গল্প এটি।’ যাইন খান বলেন ‘আমি যখন রমজান ভাইয়ের মুখ থেকে গল্পটি শুনি তখনই গল্পটির প্রেমে পড়ে যাই।’ প্রিয়া অনন্যা বলেন, ‘সৈয়দ রমজান ভাইয়ের নির্মাণ এবং আমাদের পারফরম্যান্স দর্শকদের নতুন কিছু উপহার দেবে।’ জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচারিত হবে।