রংধনু কালচারাল একাডেমির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

0
287

মোহাম্মদ মাহবুব উদ্দিন:
২রা ডিসেম্বর ডিসেম্বর মিরপুর দারুস সালাম থানা সংলগ্ন গোলারটেকে রংধনু কালচারাল একাডেমীর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু কালচারাল একাডেমির সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম শাহীন অনুষ্ঠান উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন। এরমধ্যে গুণীজন সম্মাননা গ্রহণ করেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি আবুল খায়ের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংধনু কালচারাল একাডেমির সভাপতি সাফিয়া খন্দকার রেখা , সাধারণ সম্পাদক, রেজাউল করিম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিজভী ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিহা ফেরদৌসি শর্মী।